বুধবার, নভেম্বর ১২, ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

সদ্যপ্রাপ্ত

>> সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

>> ‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

>> ইসলামিক এনজিওকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার তাগিদ প্রধান উপদেষ্টার

>> রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস

>> তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল

>> গুমে সেনাসদস্যরা সংশ্লিষ্ট থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

>> সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো

>> নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য

>> বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

>> ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আপনি পড়ছেন : সারাদেশ

ভারতে পাচারকালে সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২


স্টাফ রিপোর্টার
ভারতে পাচারকালে সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২
ছবি:সংগৃহীত

সাতক্ষীরার কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে  নারী-শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার ২১ এপ্রিল বেলা ২ টা ও বিকাল ৫টার দিকে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানীর অধীনস্থ বয়েরসিং ও কৈখালী ভাসমান বিওপির সদস্যরা তাদের আটক করে।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপির টহল কমান্ডারের নেতৃত্বে টহল দলের সদস্যরা বিকালে কৈখালী সীমান্তের বকচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে নারী ও শিশুসহ ১২জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

এসময় তাদের নিকট থেকে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন ও নগদ ৫০০ ভারতীয় রুপি ও বাংলাদেশি ২৪০টাকাসহ উদ্ধার করা হয়।

এর আগে বেলা ২টায় আরবিজি কোম্পানীর অধীনস্থ বয়েরসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নিজামুল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বকচর এলাকায় আরেকটি অভিযানে ভারতে পাচারের প্রাক্কালে ৬ বাংলাদেশি নাগরিককে ৪টি মোবাইল এবং নগদ ৪ হাজার ভারতীয় রুপিসহ আটক করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, বাংলাদেশ হতে ভারতে পাচারকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শৈলখালি গ্রামের জাহার আলীর ছেলে মানবপাচারকারী মো. মামুন (৩২) এবং শৈলখালী (কয়ালপাড়া) গ্রামের নূর আমিনের ছেলে মো. আইজুল (৩৮) পলাতক রয়েছে।

এ সময় আটককৃতরা জানায় মামুন (৩২) এবং আইজুল (৩৮)বিভিন্ন সময়ে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ভালো চাকরি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের নিজ এলাকা থেকে নিয়ে এসে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারের চেষ্টা করে।

রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী, নীলডুমুর, শ্যামনগরের অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর এবং পলাতক মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।