মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
২৭ কার্তিক ১৪৩২

সদ্যপ্রাপ্ত

>> সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

>> ‘ফেব্রুয়ারিতে আপত্তি নেই, তবে যেনতেন ভোট চায় না জামায়াত’: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

>> ইসলামিক এনজিওকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার তাগিদ প্রধান উপদেষ্টার

>> রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস

>> তর্ক-বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্রের পথ বের করতে হবে: মির্জা ফখরুল

>> গুমে সেনাসদস্যরা সংশ্লিষ্ট থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

>> সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ ও বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ গঠনে একমত রাজনৈতিক দলগুলো

>> নারী এশিয়ান কাপে ঐতিহাসিক সাফল্য

>> বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

>> ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আপনি পড়ছেন : জাতীয়

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এক দিনও এদিক- সেদিক নয়: সৈয়দা রিজওয়ানা


admin ২৩ মে ২০২৫, সন্ধ্যা ৬:০৯
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এক দিনও এদিক- সেদিক নয়: সৈয়দা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রধান উপদেষ্টা একটি সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে। তার এক দিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। তবে তাঁরা শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেননি।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভার পর অনেক সময় ধরে তাঁরা আলোচনা করেছেন। তাঁদের তিনটা কঠিন দায়িত্ব। এর একটি সংস্কার, অন্যটি বিচার, আরেকটি নির্বাচন। শুধু নির্বাচন করার জন্যই তাঁরা দায়িত্বটা নেননি।


সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তাঁরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত ধরনের দাবি রয়েছে, সব দাবি নিয়ে রাস্তা আটকে দিচ্ছে। এতে ঢাকার রাস্তা একেবারে অচল হয়ে যাচ্ছে। এ অবস্থা নিরসনে তাঁরা কিছুই করতে পারছেন না। তাঁদের দায়িত্ব পালন করা তখনই সম্ভব হবে, যখন তাঁরা সবার সহযোগিতা পাবেন।পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে, তাঁদের দায়িত্ব পালনে সেগুলো কীভাবে মোকাবিলা করবেন কিংবা আদৌ পারবেন কি না, যদি পারেন, সেটা কীভাবে করবেন, আর না পারলে কী করণীয় হবে, সেগুলো নিয়ে তাঁরা চিন্তা করেছেন।


নির্বাচন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার এক দিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ তাঁদের পক্ষ থেকে নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কথা বলারও সুযোগ হওয়া উচিত ছিল না। কারণ, বারবার বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে একটা সময় দিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু গুরুদায়িত্ব রয়েছে, সেগুলো পালনের সঙ্গে মাসের একটা সম্পর্ক থাকতে পারে।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, তাঁরা যদি দায়িত্ব পালন করতে পারেন, তাহলে তাঁদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। আর যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তাঁদের যাঁর যাঁর নিজস্ব অনেক কাজ রয়েছে। তখন দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকল না।